হাফিজ মাওলানা মাহমুদুর রহমান
নামে আমি মুসলিম তবু
কাফের থেকেও জগণ্য,
মুসলিম সমাজে বাস করেও
কর্ম কত ঘৃণ্য।
মুসলিম আমি পরিচয়ে
গর্বের নেই শেষ,
ধর্মজীবন না মানলেও
মুখে মুসলিম বেশ।
আমার মাঝে ইসলাম নেই
অপসংস্কৃতিতে ভরা
মুসলিম বলে পরিচয় দিতে
আমি সবার সেরা।
বছরে দু'বার ঈদগাহে যাই
জুমায়ও যাই কখনো
মরলে মুসলিম জানাযা দিবে
এটাই আমার স্বপ্ন।
পোষাক দেখে বুজবেনা আমার
ভেতর বাহির অন্তর ও
মুসলিম বলে দাবী করি
মুখে কালেমার মন্ত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন